Site icon janatar kalam

বৈবাহিক সম্পর্কসহ বিভিন্নভাবে ত্রিপুরা এবং মনিপুরের সম্পর্কের দৃঢ়তা সুপ্রাচীন- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার রাজধানীর আগরতলার অভয়নগর পুথিবা লাইহারাওবা উৎসবের সমাপ্তি দিন। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন ভারতীয় পরম্পরা ও সংস্কৃতি আমাদের এক সূত্রে বেঁধে রাখে। মাননীয় প্রধানমন্ত্রীর দিশা-নির্দেশনায় বর্তমানে উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীদের মধ্যে, সর্বোপরি রাজ্যগুলির মধ্যে গড়ে উঠেছে এক পারস্পরিক আত্মিক সম্পর্ক। যার ফলশ্রুতিতে এই অঞ্চলের অন্তরীণ বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান সম্ভবপর হচ্ছে l বর্তমানে ত্রিপুরাতে অবস্থানরত সংখ্যাগত দিক থেকে যারা তুলনামূলক ভাবে কম ও সমস্ত জাতিগোষ্ঠীর মানুষের, বিভিন্ন ক্ষেত্রের নিজস্বতা অনুসারে স্বাধীন চর্চার সুযোগ সুনিশ্চিত হয়েছে বলে জানান এবং তিনি এদিন আরও বলেন বৈবাহিক সম্পর্কসহ বিভিন্নভাবে ত্রিপুরা এবং মনিপুরের সম্পর্কের দৃঢ়তা সুপ্রাচীন l আগরতলা থেকে মনিপুরের জিরিবাম পর্যন্ত সদ্য চালু হওয়া রেল সংযোগ এক্ষেত্রে আরও গতি সঞ্চারিত করবে। ভারতীয় সংস্কৃতিতে আঘাত হানার অপচেষ্টা হয়েছে সময়ে সময়ে l আমাদের ঐতিহ্য ও পরম্পরা কে সঙ্গে নিয়ে নরেন্দ্র মোদি জির নেতৃত্বে এক সমৃদ্ধশালি ভারতের পথে আমরা দ্রুততার সাথে এগিয়ে চলেছি l অভয়নগরে পুথিবা লাই-হারাওবা উৎসব উদ্যোক্তাদের আতিথেয়তায় আমি আপ্লুত বলে মত প্রকাশ করেন।

Exit mobile version