Site icon janatar kalam

আজ ত্রিপুরার যুবকরা আত্মবিশ্বাসে পরিপূর্ণ”- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে ত্রিপুরা রাজ্য সংবাদমাধ্যমে নতুন এক গনমাধ্যম আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো। স্যন্দন পত্রিকার উদ্যোগে তাদের একটি টিভি চ্যানেল করা হয় যার নাম স্যন্দন টিভি। এদিন ভোলাগিরি স্থিত স্যন্দন টিভির অফিসে এই দিন প্রদীপ প্রজ্জ্বলন ফিতা কেটে স্যান্দন টিভির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তথ্য সংস্কৃতি দপ্তর এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র দীপক মজুমদার, আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার এবং স্যন্দন পত্রিকা সম্পাদক সুবল কুমার দেসহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে বিশেষ করে রাজ্যের জুডিশিয়াল ব্যবস্থা, রাজ্য প্রশাসন, সাংবাদিক ও পুলিশ এই চার স্তম্ভ যদি এগিয়ে আসে তাহলে ছোট্ট রাজ্য এিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলে জানানোর পাশাপাশি এবিষয়ে সবাই যেন সহযোগিতার হার বাড়িয়ে দেন তা হলে রাজ্য কে নেশা মুক্ত করা যাবে বলে অভিমত ব্যক্ত করেন। তাছাড়া তিনি আরো বলেন যারা ব্রাউন সুগার, হিরোইন, ইয়াবা ট্যাবলেট, বিক্রি করে যদি জানা থাকে তাহলে সাথে সাথে পুলিশকে জানিয়ে দেওয়া, আর ঐ সমস্ত লোকগুলোকে আটকাতে পারলে নেশা মুক্ত ত্রিপুরা গঠন করা সম্ভব ও যে সমস্ত লোকেরা এই ব্যবসার সাথে জড়িত তাদের ব্যবসাকে বন্ধ করে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের কাছে আহ্বান রাখেন। কারণ নেশার কারণে রাজ্যে এইচআইভি পজিটিভ সংখ্যা বেড়ে যাচ্ছে বলে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়া এদিন তিনি আরও বলেন “আগে ত্রিপুরার যুবক, মহিলাদের আত্মবিশ্বাস ছিল না। তিনি যখন সমাবেশ করতেন, দেখতেন মহিলারা স্বার্থ ছাড়াই হাঁটছে। তাদের আত্মবিশ্বাস নেই কিন্তু আজ নারীরা যারা স্ব-সহায়ক গোষ্ঠীর অধীনে এমনকি 34,000 রুপি উপার্জন করছে এবং অল্প কিছু মহিলাই 56,000 রুপি উপার্জন করছে”। “আজ ত্রিপুরা আত্ম-নির্ভর। যুবকরা আত্মবিশ্বাসে পরিপূর্ণ”, বলে অভিমত ব্যক্ত করেন। এই দিন স্যান্দন টিভির উদ্বোধনী অনুষ্ঠান শেষে টিভি হাউজের পরিদর্শন করেন অতিথিরা।

Exit mobile version