Site icon janatar kalam

আন্তর্জাতিক বিমান বন্দরে অটো পার্কিংয়ের ভাড়া বৃদ্ধি, যার দরুন দুর্ভোগের শিকার অটো চালক থেকে শুরু করে সাধারণ যাত্রীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার থেকে আগরতলা মহারাজা বীর বিক্রম নতুন টার্মিনাল ভবন থেকে যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করা হয়। কিন্তু অটো শ্রমিকদের দাবি তাদেরকে টার্মিনালের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাদের কাছ থেকে পার্কিংয়ের টাকা বেশি আদায় করা হচ্ছে বলে অভিযোগ করা হয় এবং এতে বিমানে আসা যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। হেঁটে হেঁটে যাত্রীরা যাতায়াত করছেন। আন্তর্জাতিক নতুন বিমানবন্দরের সূচনা লগ্নেই যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা নিয়ে ফের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। মহারাজা বীর বিক্রম পুরানো বিমানবন্দরে যে সমস্ত অটো চালকরা ভেতরে থাকতেন তাদেরকে আর পার্কিং বাবদ প্রথম অবস্থায় ৫ টাকা দিতে হয়েছিল, কিন্তু এখন পার্কিংয়ের টাকা অনেক বেশি বেড়ে গিয়েছে যার জন্য অটো চালকরা ভেতরে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ করেন অটোচালকরা। এই দিকে বিমানে আসা যাত্রীরা আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে রাস্তা পর্যন্ত হেঁটে আসতে হয়েছে কারণ ভেতরে পার্কিং করলে পরে ১০০ টাকা অটোচালকদের পার্কিং দিতে হবে কিন্তু অটোচালকদের পার্কিং ১০০ টাকা দিলে পরে তাহলে যাত্রীদের ভাড়া আরও বেশি হয়ে যাবে বলে জানান যাত্রীরা এরকম পরিস্থিতিতে অটো চালকরা একসময় রাস্তা অবরোধ করে বসে বাইট বিমান যাএি শনিবার থেকে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমান বন্দরে যাএী দের চলাচল শুরু করলে ও কিন্তুু কতিপয় অসাধু আটোশ্রশ্রমিক নেতারা পাকিং এর ব্যবস্থা ডেকে রেখেছে তাদের কারনে যাএীরা যেমন দুর্ভোগ পোহাতে হবে তেমন কতিপয় অটোচালকদের যাত্রী নিয়ে যাওয়ার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হবে তাই অটো চালকরা চাইছে অতি দ্রুত বিমানবন্দর কর্তৃপক্ষ যাতে এই বিষয়টিতে নজর রাখেন।

Exit mobile version