জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মদিন পালন করা হয় রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এবারের স্লোগান নেশা মুক্ত ত্রিপুরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জিমনাসট দীপা কর্মকারসহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন যুব সম্প্রদায়ের সুনিশ্চিত ও সুরক্ষিত ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে নিষিদ্ধ ড্রাগ ও এইচআইভি মুক্ত রাজ্য হিসেবে ত্রিপুরাকে গড়ে তুলতে সবার সজাগ দৃষ্টি ও অঙ্গীকারবদ্ধ প্রয়াস অবশ্যক। পরনির্ভরশীলতামূলক মানসিকতা কাটিয়ে লক্ষ্য প্রাপ্তির পথে সংকল্পবদ্ধ দৃঢ়তা সাফল্যের পথে গতি সঞ্চারিত করে। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ছিলেন, ভারতীয় অধ্যাত্মিকতা এবং পরম্পরার অগ্রণী পরিচায়ক ও অবিস্মরণীয় ব্যক্তিত্ব। লোকাল ফর ভোক্যাল ভাবনায় স্থানীয় উৎপাদিত পণ্যের ব্যবহারিতা বৃদ্ধি, পর্যটন ক্ষেত্রের বিকাশ, সহ সঠিক ব্যবস্থাপনায় আত্মনির্ভর যুব উদ্যোগীরাই রোজগারের নয়া পথ সৃজন করছেন। আজ বিবেকানন্দ বিচার মঞ্চ ও ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির যৌথ ব্যবস্থাপনায়, স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষ্যে নেশা মুক্ত ত্রিপুরার শপথ নেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে সংস্থার কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।