জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সোমবার(১০জানুয়ারি) আগরতলায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন নব নিযুক্ত সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, প্রথম সচিব (স্থানীয়) এম এস আসাদুজ্জামান, প্রথম সচিব রেজাউল হক চৌধুরী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক এবং বাংলাদেশ সরকার কর্তৃক মুক্তিযুদ্ধ সম্মাননা প্রাপ্ত সাংবাদিক স্বপন কুমার ভট্টাচার্য্য, মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ড: দেবব্রত দেবরায়, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অমিত ভৌমিকসহ দূতাবাসের অন্যান্য কর্মীরা। আলোচনা সভার শুরুতে ইসলাম ও হিন্দু ধর্মের গুরুরা নিজ নিজ ধর্ম মতে প্রার্থনা করেন। এর পর আলোচনা সভায় উপস্থিত সকলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী লিখিত বাণী পাঠ করা হয়। এর পর উপস্থিত বক্তারা একে একে বক্তব্য উপস্থাপন করেন। বক্তাদের সকলে বক্তব্যে উঠে আসে কি করে ধৃঢ়তার সঙ্গে জেলে বসেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে ছিলেন এবং বীরের মত দেশে ফিরেছেন। নবনিযুক্ত সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন এই মহান এবং পবিত্র দিনে তিনি দেশে ফিরেছিলেন এবং আমি মুক্তিযুদ্ধের তীর্থভূমি ত্রিপুরা রাজ্যের সরকারি হাই কমিশনের দায়িত্ব নিয়েছি, এজন্য নিজেকে ধন্য বলে মনে হচ্ছে।