Site icon janatar kalam

2021 ব্যাচের, নব নিয়োগ প্রাপ্ত ত্রিপুরা সিভিল সার্ভিসেস অফিসারদের অভিনন্দন প্রদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ রবীন্দ্র ভবনে 2021 ব্যাচের, ত্রিপুরা সিভিল সার্ভিসেস অফিসারদের অভিনন্দন জানানো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন নব নিয়োজিত TCS অফিসারদের অভিনন্দন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন আমি নিশ্চিত, নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা তাদের দায়িত্বের প্রতি দৃঢ়প্রতিজ্ঞ হবেন এবং রাজ্য সরকার ও জনগণের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাছাড়া তরুণ গতিশীল TCS অফিসাররা তাদের উদ্ভাবনী ধারনা দিয়ে রাজ্যে উন্নয়নের গতি বাড়িয়ে তুলবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির কল্পনা অনুসারে ত্রিপুরাকে একটি মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন।

Exit mobile version