Site icon janatar kalam

পরিমল দেব্বর্মা সাধারন জীবনযাপন করতে চাইছেন – পূজন বিশ্বাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- পরিমল দেববর্মা নামে এক ব্যক্তি ১২ মার্চ ২০২১ ওনার উপর বেশ কয়েকটি কেইস দেওয়া হয়। যথাক্রমে কাঞ্চনপুর পুলিশ থানায় ৩টি, ধর্মনগরে ১টি, আমবাসা ১টি, আগরতলা ডিস্ট্রিক্ট কোর্টে ১টি কেইস চলছিল। আজ তিনি ১টি কেইস থেকে বেকসুর খালাস পায়। যদিও পরিমল দেববর্মা নিজের ভুলগুলো শুধরে সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে চাইছেন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আইনজীবি পূজন বিশ্বাস জানান ওনার নামে যে কয়েকটি মামলা রয়েছে সেগুলি থেকে ওনাকে রেহাই করানোর চেষ্টা চালাবেন এবং যে কারনে বিগত দিনে বাধ্য হয়ে অন্য রাস্তায় চলে গিয়েছিলেন সেখান থেকে ফিরে এসে সাধারন মামুষের ন্যায় সাধারন জীবনযাপন করতে চাইছেন বলে জানান আইনজীবী পূজন বিশ্বাস।

Exit mobile version