জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর উদ্যোগে এক “যুব সংবর্ধনা অনুষ্ঠান-২০২১-২২” ও “মেগা রক্তদান উৎসব”-এর আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে সীমান্ত সংলগ্ন সমস্ত বিদ্যালয়গুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে এনএসএস বাধ্যতামূলক করার পরিকল্পনা গৃহীত হয়েছে। সদ্য সূচনা হওয়া ১৫ থেকে ১৮ বছর পর্যন্ত পড়ুয়াদের টিকাকরণ-সহ ছাত্র জীবনে অত্যাবশ্যকিয় প্রবাহমান বিভিন্ন ঘটনাবলী ও পারিপার্শিক শিক্ষাবিষয়ক কর্মসূচি সম্পর্কে ছাত্র ছাত্রীদের সজাগ দৃষ্টি থাকা আবশ্যক। আগামী প্রজন্মের সুনিশ্চিত ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে শিক্ষা উপযোগী বিভিন্ন সুযোগ সম্প্রসারণের পাশাপাশি উল্লেখযোগ্য অবদান রাখতে চলছে মিশন ১০০ বিদ্যাজ্যোতি স্কুলস পরিকল্পনা। ত্রিপুরার ক্ষেত্রে এর সফল বাস্তবায়ণে শর্তাবলী সিঁথিলিকরণ-সহ আন্তরিকতার নজির রেখেছে কেন্দ্রীয় সরকার। স্বদেশিকতা, ঐতিহ্য ও পরম্পরার সমন্বয়ে কর্মনিষ্ঠা এবং দৃঢ় মানসিকতা সাফল্যের গতিপথকে আরও মসৃণ করে তোলে। নিয়োগ-সহ সমস্ত সুযোগ বন্টনে স্বচ্ছতার পাশাপাশি মহিলাদের রোজার সৃজন ও ক্ষমাতায়নের লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের খাদ্য, জন সংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী মনোজ কান্তি দেব, আগরতলা পৌর নিগমের মেয়র শ্রী দীপক মজুমদার, উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী, অধিকর্তা সুবিকাশ দেববর্মা, ত্রিপুরা স্টেট এন.এস.এস ইউনিটের দ্বায়িত্বপ্রাপ্ত আধিকারিক চিত্রজিৎ ভৌমিক সহ যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অন্যান্য উপ-অধিকর্তারা॥