জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- প্রয়াতঃ তৃণমূল নেতা মুজিবর ইসলাম মজুমদারের মৃতদেহ মিলনচক্র স্থিত বাসভবনে নিয়ে আসেন, এখানে তার পরিবারের সদস্যরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। এদিন উপস্থিত ছিলেন বিজেপি দলের বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিধায়ক আশীষ কুমার সাহা, ছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংসদ ডঃ শান্তনু সেন এবং রাজ্য তৃণমূল নেতা রতন দাস সহ অন্যানরা। ত্রিপুরা রাজ্যের তৃণমূলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক এবং তৃণমূল কর্মী সমর্থকরা। সকলেই চোখের জলে শেষ বিদায় দিলেন মজিবর ইসলামকে বিধায়ক সুদীপ রায় বর্মন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে জানান মুজিবর ইসলামকে খুন করা হয়েছে দোষীদের বিরুদ্ধে ৩০২ সেকশনে মামলা রুজু করে দোষীদের শাস্তি দিতে হবে বলে অভিমত ব্যক্ত করেন।