Site icon janatar kalam

১৩০ কোটি দেশের জনগন ক্ষমা করবেনা দোষীদের- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- পাঞ্জাবের ঘটনায় তাদের ক্ষোভ প্রকাশের জন্য আজ আগরতলায় বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে একটি ‘মাশাল মিচিল’ আয়োজন করে। বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিলটি বিজেপি আগরতলার কৃষ্ণনগর বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে আগরতলা রাজপথে পরিদর্শন করেন। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে উন্নয়নমূলক চিন্তাধারা, যারা এটা চাইছে না কংগ্রেস শাসনাধীন পাঞ্জাবের সরকার এবং তার অনুগামীরা যেভাবে দেশের প্রধানমন্ত্রীর প্রান নেওয়ার ষড়যন্ত্র করেছেন তার প্রতিবাদে আজকের এই মশাল মিছিল বলে জানান তিনি। তাছাড়া তাদের এই ন্যাক্কারজনক কাজের জন্য ১৩০ কোটি ভারতবাসী তাদেরকে ক্ষমা করবেননা বলে অভিমত ব্যক্ত করেন। এদিনের মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রীসভার মন্ত্রী বিধায়করা এবং ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা, ও মহিলা মোর্চার কার্যকর্তারা।

Exit mobile version