জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ব্রাহ্মণ বাড়িয়ায় সাহিত্য একাডেমি আয়োজিত কালজয়ী উপন্যাস “তিতাস একটি নদীর নাম” উপন্যাসের লেখক ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণের ১০৮ তম জন্মদিন উপলক্ষে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে অদ্বৈত মল্লবর্মণের ১০৮ তম জন্মবার্ষিকী পালন করা হয় । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান দাস, বিধায়ক রেবতী মোহন দাস, পশ্চিম জেলা সভাধিপতি অন্তরা সরকার দেব সহ অন্যান্য অতিথিরা। প্রদীপ প্রজ্জ্বলন করে ও অদ্বৈত মল্লবর্মণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী ভগবান দাস সহ অন্যান্য অতিথিরা। আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় ছিলো জলজীবিদের জীবন যন্ত্রনায় সেকাল ও একাল। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তপশিলি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান দাস বলেন অদ্বৈত মল্লবর্মণ এর জীবন সম্পর্কে চাপা দিয়ে রেখেছিলেন কিন্তু রাজ্যের বর্তমান বিজেপি আই পি এফ টি সরকার আসার ফলে তাকে নিয়ে সরকার আলোচনার মাধ্যমে রাখছেন তাতে করে অদ্বৈত মল্লবর্মণ কে রাজ্যের সকল অংশের ছাত্রছাত্রীদের মধ্যে প্রচার করার প্রয়াস তেজি করবেন বলে জানান। এই দিনের অনুষ্ঠানে তপশিলি জাতি মেধা চারজন ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বর্ণ পদক ও ২৫ হাজার টাকার চেক তোলে দেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী।