জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদির দীর্ঘায়ু ও মঙ্গল কামনার জন্য বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগরতলার প্রগতি রোডস্থিত মেহার কালীবাড়ি তে গিয়ে পূজা-অর্চনা করেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেন ভাল থাকেন সুস্থ থাকেন তার কামনা করেন। এই দিন আগরতলার মেহার কালি বাড়িতে পূজো দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন গত ৪ তারিখ আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আসার আগে মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে আসার সময় হাজারো লোক রাস্তায় দাড়িয়ে দেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান পাশাপাশি তিনি আরো বলেন মোদি হে তো মুমকিন হে ছোট শিশুও জানে। তাছাড়া ৪ঠা জানুয়ারীর জনসমাবেশে যে জনঢল নেমেছে সেটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি রাজ্যবাসীর ভালবাসার প্রতিফলন। অনুমান করা হয়েছিল ৪০-৪৫ হাজার লোকের জনসমাগম কিন্তু সেটা গিয়ে দাড়িয়েছে প্রায় ৭০-৭৫ হাজার। এদিনের সমাবেশ রাজ্যের ইতিহাসে ঐতিহাসিক একটি জনসমাবেশ যার সাক্ষী রাজ্যবাসী হয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন ত্রিপুরাবাসীর প্রতি প্রধানমন্ত্রীর যে ভালবাসা রয়েছে তাতে অবশ্যই ত্রিপুরার সার্বঙ্গীন বিকাশ হবে, এবং সেদিন যে ২০-২৫ হাজার মানুষ মাঠে প্রবেশ করতে পারেন নি তাদের প্রতি ক্ষমাপ্রার্থী বলে অভিমত ব্যক্ত করেন এবং আগামীদিনে প্রধানমন্ত্রীর সমাবেশের জন্য যদি বড় ময়দানের ব্যবস্থা করার দরকার হয় তাহলে সেটাও করবে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।