জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ দুপুরে জিরানিয়া মহকুমা শাসক অফিসের কনফারেন্স হলঘরে জিরানিয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন জিরানিয়া মহকুমার অধীন জিরানিয়া নগর পঞ্চায়েত/রানীর বাজার পুর-পরিষদ/জিরানিয়া-মান্দাই-বেলবাড়ী/পুরাতন আগরতলা ব্লক সহ বিভিন্ন পঞ্চায়েত/ভিলেজ কমিটি এলাকায় সক্রিয় বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি ও সমস্যা সম্পর্কে অবগত হন মন্ত্রী এবং পর্যালোচনা বৈঠকে সেগুলো অতিদ্রুত সমাধানের জন্য উপস্থিত আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন। আজকের এই জিরানিয়া মহকুমাভিত্তিক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিরানিয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য্য,জিরানিয়া মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার, জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন কুমার দাস, রাণীরবাজার পুর-পরিষদের পরিষদের চেয়ারম্যান/ভাইস-চেয়ারম্যান সহ অন্যান্য সম্মানিত সদস্য/ সদস্যরা, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য সদস্য-সদস্যরা ,বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, জিরানিয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকেরা, পূর্ত দপ্তর/পানীয় জল ও স্বাস্থ্য বিধান,ক্রীড়া ও যুব বিষয়ক,তথ্য ও সংস্কৃতি,জল সম্পদ দপ্তর/ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড, সমাজ কল্যাণ দপ্তর, শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, মৎস্য দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর, কৃষি দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর,হর্টিকালচার দপ্তর, পঞ্চায়েত দপ্তর সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিকেরা।