জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য সফরে স্বাগত জানিয়ে 9 বনমালী পুর বিধানসভা কেন্দ্রের ছয়টি ওয়ার্ডের উদ্যোগে স্বাগত রেলি করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় প্রদেশ বিজেপির সহ-সভাপতি রাজিব ভট্টাচার্য টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহাসহ ওয়ার্ডের কাউন্সিলররা। রেলি শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গদর্শন এবং আন্তরিক দৃষ্টিভঙ্গির নিদর্শনস্বরূপ সমৃদ্ধশালী ত্রিপুরা নির্মাণের পথে গতি সঞ্চারিত হয়েছে। হীরা মডেলের সফল বাস্তবায়নের পাশাপাশি ত্রিপুরার মুকুটে যুক্ত হচ্ছে একাধিক প্রাপ্তির পালক। আগামী ৪ জানুয়ারি মহারাজা বীর বিক্রম বিমান বন্দরের বর্ধিত টার্মিনাল ভবনের উদ্বোধন উপলক্ষ্যে ত্রিপুরেশ্বরী মায়ের পূণ্যভূমিতে শুভ আগমন হতে চলেছে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সমস্ত স্বাস্থ্যবিধি যথার্থ প্রতিপালনের মাধ্যমে, আগামী ৪ জানুয়ারি বিবেকানন্দ ময়দানে ত্রিপুরার সমস্ত অংশের মানুষের সর্বাঙ্গীন উপস্থিতিই হবে মোদী-কে যথার্থ সম্মাননা জ্ঞাপন বলে অভিমত ব্যক্ত করেন। এদিনের এলিতে দলীয় কার্যকর তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।