Site icon janatar kalam

এলাকা পরিদর্শনে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৪নং ওয়ার্ডের পি.এন দেব রোড এলাকার জলাশয় এবং এলাকার বিভিন্ন সমস্যা পরিদর্শনে আসেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সহ-সভাপতি তথা খাদী বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য ও এলাকার কাউন্সিলর সুখময় সাহা। এদিন পুর নিগমের মেয়র সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন মেয়র পদে নির্বাচিত হওয়ার পর এটাই ওনার প্রথম এলাকা পরিদর্শন, এবং এলাকার যে জলাশয়টি রয়েছে সেটিকে আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে ঢেলে সাজানো এবং এলাকার মানুষের যে অসুবিধাগুলি রয়েছে তা কিভাবে নিরসন করা যায় তা ক্ষতিয়ে দেখার জন্য আজকের এই পরিদর্শন বলে জানান তিনি। তাছাড়া এদিন প্রদেশ বিজেপি সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন এলাকার জলাশয়ের চারিপাশে ঘাট বানিয়ে এলাকার মানুষের ব্যবহারের উপযোগী করে তোলা ও স্মার্ট সিটি প্রকল্পের আওতায় কিভাবে জলাশয়ের চারিদিকে লাইট লাগিয়ে জলাশয়ের সৌন্দর্য বাড়ানো যায় তা দেখার উদ্দেশ্যেই আজকের এই পরিদর্শন বলে। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকার অভিভাবক এবং মা বোনদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

Exit mobile version