জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় ও তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় জিরানিয়ায় নির্মিত “কৃষক
বন্ধু কেন্দ্র”-এর
শুভ দ্বারোদঘাটন করা হয়। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন এই “কৃষক বন্ধু কেন্দ্র” উদ্বোধনের মাধ্যমে কৃষকগণ উপকৃত হবেন৷ কৃষি ও কৃষক পরিবারের উন্নতি হলে রাজ্যের ও দেশের উন্নতি হবে৷ শক্তিশালী ত্রিপুরা ও শ্রেষ্ঠ ত্রিপুরা হবে৷ ২০২২ সালের মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করার প্রধানমন্ত্রীর ঘোষণাকে বাস্তবায়িত করার জন্য রাজ্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে৷ প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনায় রাজ্যের কয়েক লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। কৃষকদের আর্থ-সামাজিক জীবনমান উন্নয়নে কেসিসি কার্ডধারী প্রায় দুই লক্ষ কৃৃষকেরা ৩০০ কোটি টাকারও বেশি ঋণ পেয়েছেন৷ তাছাড়া কৃষকের আয় বাড়াতে রাজ্য সরকার প্রতি কেজি ধান ১৯ টাকা ৪০ পয়সা দরে ক্রয় করছে। জিরানিয়া মহকুমার কৃষকদের আজ আনন্দের দিন৷ কৃষক বন্ধু কেন্দ্র উদ্বোধনের ফলে এলাকার কৃষকগণ বিশেষভাবে উপকৃত হবেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন শ্রী শরদিন্দু দাস(অধিকর্তা) কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, শ্রী অনিল দেববর্মা(যুগ্ম অধিকর্তা), শ্রী গোপাল মল্ল(উপ-অধিকর্তা উদ্যান বিভাগ) ,শ্রী জীবন কৃষ্ণ আচার্জী( মহকুমা শাসক, জিরানীয়া), শ্রী সুব্রত দাস (কৃষি তত্বাবধায়ক,জিরানিয়া কৃষি মহকুমা), শ্রী প্রীতম দেবনাথ(ভাইস চেয়ারম্যান, জিরানীয়া পঞ্চায়েত সমিতি), বিশিষ্ট সমাজসেবী শ্রী গৌরাঙ্গ ভৌমিক সহ এলাকার কৃষক ভাইয়েরা॥