জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার আগরতলা এম বি বি কলেজ পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। উপস্থিত ছিলেন পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, এম বি বি কলেজের অধ্যক্ষা সহ, এলাকার কাউন্সিলর সুখময় সাহা, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। মঙ্গলবার দুপুরে পুরো কলেজ এলাকা পরিদর্শন করে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন গিয়ে বলেন এমবিবি কলেজের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এই কলেজে ছাত্র ছাত্রী পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থান দখল করেছেন মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য এই কলেজ থেকে পড়াশোনা করেছেন। এমবিবি কলেজের ১৭৫বর্ষ পূর্তি উপলক্ষে কিভাবে কলেজকে আরো সুন্দর করে তোলা যায় তার জন্য স্মার্ট সিটির সহযোগিতায় নতুনত্ব করার চিন্তাভাবনা করছেন, তার পাশাপাশি তিনি আরো বলেন ত্রিপুরা রাজ্যের নাম এম বি বি কলেজ এর মধ্য দিয়ে বহি রাজ্যের মানুষরা চিনতে পারতো তাই কলেজের বাগানসহ অন্যান্য দিক কিভাবে আরো সুন্দর করে ১৭৫ বর্ষপূর্তি পালন করা যায় তার জন্য একটি এলামনি কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।