Site icon janatar kalam

গৃহ নির্মাণের দ্বারা গ্রামীন অর্থনৈতিক বিকাশ সম্ভব : যীষ্ণু দেব্বর্মা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে মেগা ক্রেডিট ডেলিভারি ক্যাম্প অনুষ্ঠান হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এদিনের উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী, ও নবার্ড এর কর্মকর্তারা। এদিন অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন গৃহ নির্মাণের দ্বারা গ্রামীন অর্থনৈতিক বিকাশ সম্ভব কেননা গৃহ নির্মাণ হলে মেস্তরী, প্লামবার, ইলেকট্রিশিয়ান সবকিছুই আসবে গ্রাম থেকে তাই গৃহ নির্মাণ গ্রামীন অর্থনৈতিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া মানুষ যেন সহজ উপায়ে ঋন পেতে পারে সেদিকে ব্যাঙ্ককে লক্ষ রাখার আহবান রাখেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। পাশাপাশি এদিন তিনি আরও বলেন সবকিছু সরকারীকরন ভাল নয় সবকিছু সরকারীকরণ হলে উন্নয়নের আন্দোলন হবে না সব ফাইলে চাপা পড়ে যাবে এবং মানুষ যেন সহজভাবে বাচতে পারে, স্বাধীনভাবে ব্যবসা করতে পারে সেটা হল আত্মনির্ভরতার চিন্তাধারা এই চিন্তাধারা বাস্তবায়নে ব্যাঙ্কের অবদান অপরিসীম বলে অভিমত ব্যক্ত করেন। এদিনের অনুষ্ঠানে ব্যাঙ্ক কর্মী ও সাধারন মানুষদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

Exit mobile version