জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিগত অনেক বছর ধরে ফিজিওথেরাপিস্টদের সরকারিভাবে রাজ্য সরকার নিয়োগ করছেন না বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরন করার বিজ্ঞপ্তি জারি করলেও ফিজিওথেরাপিস্টদের জন্য স্বাস্থ্য দপ্তরে কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি তার কারণে পাস করা ফিজিওথেরাপিস্টরা বর্তমানে বেকার। সোমবার অল ইন্ডিয়া ফিজিওথেরাপিস্ট বেকাররা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট তাদের দাবি-দাওয়া নিয়ে মিলিত হন। এইদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফিজিওথেরাপিস্ট বেকাররা জানান বর্তমানে ফিজিওথেরাপিস্ট বেকাররা বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের কেন্দ্রগুলোতে অনিয়মিত কাজ করছে তাই তারা চাইছে স্বাস্থ্য দপ্তরে যাতে তাদেরকে সরকারিভাবে নিয়োগ করা হয় এবং রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতে বেকারদেরকে নিয়োগ করা হলে তাহলে তারা কোনোক্রমে জীবনযাপন চালিয়ে যেতে পারবেন। ফিজিওথেরাপিস্ট বেকাররা তাদের দাবি-দাওয়া নিয়ে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চেয়েছিলেন কিন্তু মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারেননি তাই তারা সোমবার আগরতলা গোর্খাবস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট তাদের দাবি-দাওয়া নিয়ে মিলিত হয়েছেন।
Leave a Comment