জনতার কলম ত্রিপুরা সোনামুড়া প্রতিনিধি: পর্দার আড়ালে গাঁজা মাফিয়াদের দম্ভের কারণে সোনামুড়া মহকুমা গাঁজার সাম্রাজ্যে পরিণত হয়েছে। এই গাঁজার সাম্রাজ্য ধ্বংস করতে মাঠে নেমেছে কালামচৌড়া থানার পুলিশ ও ১৫০ ব্যাটালিয়ন বিএসএফ জওয়ান। গোপন তথ্যের ভিত্তিতে বেশ কয়েকবার গাঁজা বিরোধী অভিযান পরিচালনা করেছেন পালমাচুড়া থানার এসআই রথিন্দ্র দেবতোরকাসহ বিএসএফ কর্মকর্তারা। বিএসএফ মোবাইল ফোন ট্র্যাকের মাধ্যমে গাঁজা বাগান চিহ্নিত করে গাঁজা বিরোধী অভিযান শুরু করে। কলমচৌড়া থানাধীন উত্তর কালামচৌড়া এলাকার জঙ্গলে গাঁজা বিরোধী অভিযান পরিচালনা করা হয়। পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে ১০ হেক্টর এলাকা থেকে ৫০,০০০ গাঁজার গাছ অপসারণ করেছে। প্রাথমিকভাবে এর বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে অনুমান করা হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে কালামচৌড়া থানাধীন উত্তর কালামচৌড়া গভীর জঙ্গলে বন বিভাগের বনভূমির বিস্তীর্ণ এলাকাজুড়ে বিভিন্ন স্থানে গাঁজা বিচরণ করছে বলে গোপন সূত্রে পুলিশ ও বিএসএফের কাছে খবর আসে। সেই সংবাদের ভিত্তিতে বক্সনগর বন দফতরের কর্মীরা সহ পুলিশ ও টিএসআর বাহিনী গভীর বনের পাহাড়ি এলাকায় অভিযান চালায়। কলম চৌরা থানার এসআই রথীন্দ্র দেববর্মা, বক্সনগর বন বিভাগের টহলের ইনচার্জ চিন্ময় মালাকার, বক্সনগর বিওপির 150 তম ব্যাটালিয়নের কমান্ডিং কমান্ডার অশোক কুমার, গলাচিপা বিওপির কোম্পানি কমান্ডার অখিলেশ যাদব, বিএসএফ জওয়ান এবং ইনস্পেক্টর সহ বিশাল টিএসআর বাহিনী। রবিবার অভিযানে উপস্থিত ছিলেন গকুল নগরের পবন কুমার। অভিযানটি 10 হেক্টর জমিতে ক্রমবর্ধমান গাঁজা বাগানের একটি বিশাল এলাকা উদ্ধার করেছে। তৎক্ষণাৎ আর্চে বাহিনী বাগানটি ধ্বংস করে এবং গাছ কেটে আগুন ধরিয়ে দেয়। তবে মূল আসামিকে গ্রেপ্তারে তদন্ত চলছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে পুলিশ জানায়, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্বপ্নকে ‘মাদকমুক্ত ত্রিপুরা’ গড়তে এবং বর্তমান যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে পুলিশের মাদকবিরোধী অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান।