জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আজ ২৬-শে ডিসেম্বর, রবিবার তাঁর “মন কি বাত” অনুষ্ঠানে দেশবাসীর চিন্তাভাবনা তাঁর সাথে ভাগ করে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। সেই অনুযায়ী রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ১০-মজলিশপুর নিজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৯নং বুথে এলাকার গুরুজন এবং মা-বোন ও যুবা ভাইদের সাথে বসে মাননীয় প্রধানমন্ত্রীর “মন কী বাত” অনুষ্ঠানটি শুনেন। প্রধানমন্ত্রীর আজকের দেওয়া বক্তব্য সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত চিন্তাভাবনা এবং তৃণমূল পর্যায়ে পরিবর্তন আনতে সাহায্য করবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি যে প্রেরণাদায়ক ও ইতিবাচক কিছু বার্তা দিয়েছেন তা জনপ্রতিনিধিদের কর্মক্ষেত্রে কাজ করার জন্য মার্গ দর্শনের কাজ করবে। পাশাপাশি এদিন “মন কী বাত” শুনার অনুষ্ঠানে উপস্থিত হয়ে ১০ মজলিশপুর বিধানসভা এলাকার মানুষদের নানা সমস্যা ও অভিযোগ সম্পর্কে অবগত হই এবং এলাকার জনপ্রতিনিধি হিসেবে সেগুলোর অতিদ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।