Site icon janatar kalam

ওমিক্রণের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের হাত শক্ত করার আহ্বান মন্ত্রী সুশান্ত চৌধুরীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার সন্ধ্যায় রাজ্য মহাকরণে রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক বৈঠকে মিলিত হন। এদিন তিনি ওমিক্রন ভ্যারিয়েন্ট সচেতনতা নিয়ে মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে অনুষ্ঠিত হওয়া বৈঠকের কথা জানান এই বৈঠকে উপস্থিত ছিলেন চীফ সেক্রেটারিও। এই বৈঠক মূলত গতকাল দেশের প্রধানমন্ত্রীর পৌরহিত্যে হওয়া উচ্চ পর্যায়ের বৈঠকের পর রাজ্যস্তরে আসা নির্দেশনার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত হয়েছে। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্যে করোনা মহামারীর পরিস্থিতিতে যেভাবে আমরা সবাই মিলে একত্রে লড়াই চালিয়েছি ঠিক একইভাবে সবাইকে চলতে হবে এবং করোনার সময় আমরা যে অভ্যাসটা শিখেছিলাম, মাস্ক পড়া, স্যানিটাইজার ব্যবহার করা তা আবার শুরু করতে হবে এবং রাজ্য সরকারের যে বিধিনিষেধ ছিল তা আবার মেনে চলা, করোনা ভাইরাস থেকে ওমিক্রনের ছড়ানোর ক্ষমতা অনেক বেশী কিন্তু ভয়াবহতা কম, চিকিৎসা একই রকম সুতরাং ভয় পাবার কিছু নেই করোনাকালে যেভাবে লড়াই করা হয়েছিল ঠিক একই কায়দায় লড়বো শুধুমাত্র জনগনের কাছে এই লড়াইয়ে সরকারকে সহযোগিতা করার আহ্বান রাখেন।

Exit mobile version