দেশের সরকার মহামারী করোনা সংক্রমনের হাত থেকে রক্ষা করতে সারা দেশে লক ডাউন ঘোষনা করেছেন. লক ডাউনের কারনে বড় ছোট শপিং কমপ্লেক্স থেকে একাংশ ছোটোখাটো দোকানপাটও বন্ধ . একদিকে দেশের সরকারের এই সিদ্ধান্তে কিছুটা কষ্ট হলেও সারা দেশের মানুষ ছুটির আমেজে লক ডাউন কাটাচ্ছেন ঘরে বসেই . অন্যদিকে এই লক ডাউনের ফলে একটি অংশের মানুষের অবস্থা কস্টার্জিত হয়ে পড়েছে. উল্লেক্ষ রাজধানীর গোয়ালাবস্তির গোয়ালারা এই পরিস্থিতিতে ব্যবসা মন্দ হওয়ায় এবং পুলিশের ব্যাটিং এর ভয়ে ঘর থেকে বেরোতে না পাড়ার জেরে সাংবাদিকদের সামনে সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দিলো গোয়ালারা. তারা দাবী রাখেন সরকার যেন এই পরিস্থিতিতে তাদের এবং তাদের পরিবার যাপনের জন্য ব্যবস্থা নেয়.