Site icon janatar kalam

মানুষের মধ্যে স্বচ্ছ ইমেজ তৈরী করাই হল স্বার্থকতা- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ ধর্মনগর পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরদের সাথে দেখা করলেন। ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেনও সেখানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী সমস্ত কাউন্সিলরদের তাদের নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং ধর্মনগরকে পরিষ্কার, সবুজ এবং একটি উন্নয়নশীল শহর করার জন্য বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন এবং এদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নব নির্বাচিত সদস্যরা সংবর্ধনা জ্ঞাপন করেন। এদিন মুখ্যমন্ত্রী নব নির্বাচিত সদস্যদের বলেন ২ বছর অন্তত সব কিছু ভুলে গিয়ে মানুষের জন্য কাজ করার জন্যে , কেননা এই দুই বছরে জনগণের সামনে আপনার যে স্বচ্ছ ইমেজ তৈরী হবে সেটাই স্বার্থকতা। তাছাড়া এদিন তিনি আরো বলেন প্রত্যেকেরই মনে রাখা উচিত যে কে কত বছর ধরে এই কাজের সাথে জড়িত রয়েছেন তাহলেই কাজের প্রতি আপনার আগ্রহ বজায় থাকবে বলে। পাশাপাশি এদিন তিনি ধর্মনগরের নির্বাচিত সদস্যরা শহরের সাংস্কৃতিক, ইনফাস্ট্রাক্চার সবদিক দিয়ে বিকাশের লক্ষে এবং তাদের শহরকে ঢেলে সাজানো ও প্রত্যেকটি এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করে যাবেন বলে আশা ব্যাক্ত করেন।

Exit mobile version