গোমতী জেলার কিল্লা ভিলেজে যোগাভ্যাসের উপর সচেতনতা বাড়াতে আসাম রাইফেলস যোগা ক্যাম্পের আয়োজন করে । যোগা শিক্ষক, স্থানীয় নাগরিক , ছাত্রছাত্রী সহ ১২০ জন এদিনের শিবিরে অংশ গ্রহণ করেন । এদিনের শিবিরে যোগ চর্চার উপর আলোচনার পাশাপাশি যোগাভ্যেসের সুফল সম্পর্কে সকলকে অবগত করানো হয় । এদিনের শিবিরে প্রাণায়াম, যোগা ছাড়াও মেডিটেশান করানো হয় । শিবিরে উপস্থিত সকলেই আসাম রাইফেলসের এই উদ্যোগের ভুয়াসী প্রশংসা করেন ।