Site icon janatar kalam

যথাযথ মর্যাদায় পালিত হল জে ভি স্তালিনের ১৪৪তম জন্মদিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- জোসেফ ভিসারিওনোভিচ স্ট্যালিন ছিলেন একজন জর্জিয়ান বিপ্লবী এবং সোভিয়েত রাজনৈতিক নেতা যিনি 1924 থেকে 1953 সালে তার মৃত্যু পর্যন্ত সোভিয়েত ইউনিয়নকে শাসন করেছিলেন। তিনি জেনারেল হিসাবে উভয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি (1922-1952) এবং সোভিয়েত ইউনিয়নের মন্ত্রী পরিষদের চেয়ারম্যান (1941-1953)। প্রাথমিকভাবে একটি যৌথ নেতৃত্বের অংশ হিসাবে দেশ পরিচালনা করা সত্ত্বেও, তিনি শেষ পর্যন্ত ক্ষমতাকে একত্রিত করেন। 1930-এর দশকে সোভিয়েত ইউনিয়নের স্বৈরশাসক। মার্কসবাদের লেনিনবাদী ব্যাখ্যার প্রতি কমিউনিস্ট মতাদর্শগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ, স্ট্যালিন এই ধারণাগুলিকে মার্কসবাদ-লেনিনবাদ আনুষ্ঠানিক রূপ দেন যখন তার নিজস্ব নীতিগুলি স্ট্যালিনবাদ নামে পরিচিতি লাভ করে। আজ এই মহান ব্যাক্তিত্বের ১৪৪তম জন্মদিন উদযাপন করলেন সিপি আই এম রাজ্য কমিটি। এই দিন সিপি এম রাজ্য কার্যালয়ে তার প্রতিকৃতিতে ফুল ও মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানান সিপি আই এম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিধায়ক রতন ভৌমিক সহ অন্যান্যরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার যখন সারা পৃথিবী কে তার পদানত করার জন্য স্ট্রীম রুলার চালিয়েছিলো ঠিক তখন যে জায়গায় অনেক দেশ হিটলারের বিশ্ব জয়ের স্বপ্নকে তার দোরগোড়ায় এগিয়ে দিয়েছিল তখন সোভিয়েত ইউনিয়নের নেতা স্তালিন রুখে দাড়িয়েছিলেন এবং হিটলারকে পরাস্ত করেছিলেন আর এই পরাজয় মেনে নিতে না পেরে আত্মহত্যা করেছিলেন। তাই স্তালিনকে শুধু যোদ্ধা হিসাবে নই গোটা মানবসমাজের রক্ষক হিসাবেও মানব সমাজ ওনাকে মনে রাখবেন বলে জানান তিনি।

Exit mobile version