Site icon janatar kalam

বাজার অভিযানে ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করল ব্যবসায়ীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- জানা যায় গত কিছু দিন আগে আগরতলা হাইকোর্ট থেকে একটি নির্দেশ জারী করা হয়েছিল যে রাস্তার পাশে কোনো মাছ মাংসের দোকান থাকা নিষেধ। তা সত্বেও দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসা ব্যবসায়ীরা রীতিমত নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছিল, কিন্তু আগাম কোন সতর্কবানী ছাড়াই আজ রাজধানীর কলেজটিলাস্থিত গান্ধী স্কুল এলাকায় যে বাজার রয়েছে সেই বাজারে আগরতলা পুরনিগম থেকে অভিযান চালিয়ে মাছ এবং মাংস ব্যাবসায়ীদের কাছ থেকে মাছ মাংস উঠিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ব্যাবসায়ীদের পক্ষ থেকে তারপর ব্যবসায়ীরা রাস্তা অবরোধ বসে। বেশ কিছুখন চলে এই রাস্তা অবরোধ, তারপর পুর নিগম থেকে অফিসাররা এসে তাদের সাথে কথা বললে রাস্তা অবরোধ মুক্ত করে ব্যবসায়ীরা। এদিন সংবাদমাধ্যমকে এক ব্যবসায়ী জানান দীর্ঘদিন ধরেই তিনি এই জায়গায় ব্যবসা করে আসছেন কোনদিন এধরনের ঘটনা ঘটেনি, কিন্ত আজ হঠাৎ আগাম কোন নোটিশ না দিয়ে এইভাবে মাছ মাংস তুলে নিয়ে যাওয়া তারা মেনে নিতে পারছেননা তাই তাদের এই অবরোধ বলে জানান এবং এদিন তারা তাদের স্থায়ী সমাধানের দাবী রেখেছেন বলে জানিয়েছেন।

Exit mobile version