Site icon janatar kalam

পরিষেবা প্রদানে স্বচ্ছতা আনার লক্ষ্যে, অনলাইন ব্যবস্থার সুফল হিসেবে সিএসসি সেন্টারের মাধ্যমে ভালো মাত্রায় রোজগার সুনিশ্চিত হয়েছে – মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শ্রমিকদের মধ্যে ই- শ্রম কার্ড প্রদান করা হয়। এদিনের কর্মসূচি উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন অসংগঠিত ক্ষেত্রের সমস্ত শ্রমদানকারী ব্যক্তিদের ই-শ্রম পোর্টালে নিবন্ধনের লক্ষ্যে বিশেষ কর্মসূচি গৃহীত হয়েছে l এই পোর্টালের সহায়তায় স্বচ্ছতা ও দ্রুততার সাথে সমস্ত শ্রমিকদের মধ্যে গুচ্ছ সুবিধা বন্টন ও সিএসসি সেন্টারের সহায়তায় বা ঘরে বসেই নাম নিবন্ধন বা পুনর্নবীকরন দ্বারা সময় এবং অর্থ অপচয় রোধ করা সম্ভবপর হবে। বিগত দিনে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার মানসিকতায় শ্রমিকদের উন্নয়নে আন্তরিকতার ঘাটতি ও শ্রমিকদের সরকারি তালিকাভুক্তি না করার ফলে, কোভিড পরিচস্থিতিতে বিভিন্ন অংশের শ্রমিকদের মধ্যে সহায়তা বন্টনে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে l পরিষেবা প্রদানে স্বচ্ছতা আনার লক্ষ্যে, অনলাইন ব্যবস্থার সুফল হিসেবে সিএসসি সেন্টারের মাধ্যমে ভালো মাত্রায় রোজগার সুনিশ্চিত হয়েছে ।এর সংখ্যা প্রায় ১২০০ পরিবার l বর্তমানে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহনের ফলে ও বিভিন্ন প্রকল্পের সহায়তা পেয়ে আর্থসামাজিক জীবনমানের উন্নয়ন এসেছে শ্রমিকদের পরিবারে l

Exit mobile version