জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা সরকারের পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর ২০২২ সালের মধ্যে “জল জীবন প্রকল্প” এর মাধ্যমে ত্রিপুরা রাজ্যের প্রতিটি নাগরিকের বাড়ী বাড়ী নলের মাধ্যমে স্বচ্ছ পানীয় জল পৌঁছে দিতে অঙ্গীকার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির “হর ঘর জল” শ্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে আমার পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর দিনরাত্রি নিরলসভাবে “মিশন মুডে” কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে এবং আমাদের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব-জী’র সুযোগ্য নির্দেশনা ও পরিচালনায় ২০২২ সালের মধ্যে আমাদের রাজ্যের প্রতিটি নাগরিকের বাড়িতে নল বাহিত পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে আজ পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর যেসমস্ত কর্মসূচি হাতে নিয়েছে সেগুলির অগ্রগতির বিষয়ে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে আজ রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী যীষ্ণু দেববর্মণের অফিস কক্ষে উভয় দপ্তরের মধ্যে সমন্বয়ের মাধ্যমে জল জীবন মিশন প্রকল্পের কাজগুলোকে দ্রুত তরান্বিত করতে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি এবং DWS দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের বৈঠকে মূলত রাজ্যের বিভিন্ন জেলার অন্তর্গত বিভিন্ন এলাকায় ‘হর ঘর জল’ নিশ্চিত করার জন্য জল জীবন মিশনের বাস্তবায়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। তাছাড়া এই প্রকল্পে সঠিক পদ্ধতি মেনে এবং পর্যাপ্ত পরিমাণে কাজ হচ্ছে কিনা তা জানতে প্রতিমাসে নিয়মিত ভাবে বিভিন্ন জেলায় পর্যালোচনা বৈঠক করে চলছে দপ্তরের মন্ত্রীরা । সুতরাং আজকে এই বৈঠকে “জল জীবন মিশন” সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনার বাস্তবায়ন এবং এ পর্যন্ত কতটা কাজ হয়েছে তা নিয়ে পর্যালোচনা করা হয়। এই প্রকল্পের বাস্তবায়নের জন্য কিভাবে আরও দ্রুত কাজ করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।