জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার আসন্ন রাজ্যভিত্তিক ৪৮ তম বিজ্ঞানমেলা সংক্রান্ত বিষয়ে প্রস্তুতি পর্ব বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এদিন বৈঠক শেষে রাজ্যের শিক্ষামন্ত্রী জানান আসন্ন ২৮ ও ২৯ জানুয়ারি মহারানী তুলসিবতি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্য ভিত্তিক বিজ্ঞান মেলা। এই বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধনি অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে ইসরো এবং বিড়লা প্লানেটরিয়াম এর বিজ্ঞানীরাও। আমরা জানি প্রত্যেক বছরই রাজ্য সরকার বিজ্ঞান অংক এবং পরিবেশ বিষয়ক এক্সিবিশন এর আয়োজন করে থাকে যা বিজ্ঞানমেলা নামে পরিচিত। এই এক্সিবিশনে বিশেষ করে বিদ্যালয় স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রথমে জেলা স্তরে প্রতিযোগিতা করে, পরে সেখান থেকে রাজ্যস্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । আর এখান থেকে সর্বভারতীয় স্তরে অংশগ্রহণের সুযোগ পায়। এবার তবে এই বিজ্ঞান মেলাকে ব্যতিক্রমধর্মী করার জন্য চেষ্টা করা হচ্ছে । যাতে ছাত্র-ছাত্রীদের উৎসাহ আরও বৃদ্ধি করা যায়। এই বিজ্ঞান মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে এনআইটি থেকে রোবট আনার পরিকল্পনাও রয়েছে। উদ্দেশ্য একটাই ছেলেমেয়েদের বিজ্ঞানের প্রতি অংকের প্রতি যাতে আরও বেশি করে আকর্ষিত করা যায়। ছাত্রছাত্রীদের নিজস্ব উদ্ভাবনী চিন্তা ধারার বিকাশ এর লক্ষ্যেই এই ধরনের পদক্ষেপের চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে এ দিন জানান শিক্ষামন্ত্রী।