জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- এ এন এম এবং এম পি ডব্লিউ বেকার যুবক যুবতীরা আজ স্বাস্থ্য দপ্তরের নিকট ডেপুটেশনে মিলিত হন তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে। তাদের মূলত দাবি যে শূন্য পদ গুলো পড়ে আছে সেগুলো যাতে পূরণ করা হয় অতিসত্বর। তাছাড়া এদিন আন্দোলনরত ছাত্রছাত্রীরা জানান 4 বছর ধরে, ANM এবং MPW পদে কোনও নিয়োগ করা হয়নি। বেকার, যোগ্য যুবকদের অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছেন। চাকরি প্রত্যাশীরা সমস্ত শূন্য পদে নিয়োগ এবং অবিলম্বে 791 টি পদ পূরণের দাবি জানিয়ে বলেছেন যে তারা মাত্র 47 টি পদে নিয়োগের সরকারি সিদ্ধান্তে অত্যন্ত বিরক্ত। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ডেপুটেশন পাঠানো হয়েছে। পাশাপাশি এদিন এএনএম এবং এমপিডব্লিউ পাস আউট যুবকরা বলেন, “করোনা পরিস্থিতির কারণে আমরা কোনো প্রতিবাদ সংগঠিত করতে পারছি না। গত 4 বছর ধরে আমরা বেকার ছিলাম কিন্তু 2016 সালের পর এই পদগুলিতে কোন নিয়োগ নেই। বিভিন্ন হাসপাতাল, পিএইচসি। এএনএম, এমপিডব্লিউ এর মারাত্মক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে”। “আমরা প্রশিক্ষিত, শিক্ষিত কিন্তু বছরের পর বছর পাশ করার পরেও চাকরি পাচ্ছি না। কিন্তু “প্রতি বছর বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মী অবসর নিচ্ছেন এবং সেখানে বিশাল শূন্যপদ রয়েছে…”, বেকার যুবকরা যোগ করেছে। তারা আরও জানান, প্রতিবছর প্রায় দেড়শ যুবক এসব কোর্সে পাস করে বের হচ্ছেন। কিন্তু সরকার নিয়োগের ক্ষেত্রে বুবার ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেন।