জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার ইন্দো বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অফ ত্রিপুরা চ্যাপ্টারের পক্ষ থেকে বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটি কর্মকর্তাদেরকে শুভেচ্ছা এবং মিষ্টি বিতরণ করা হয় আখাউড়া সীমান্তে। এদিন উপস্থিত ছিলেন চেম্বার অফ কমার্সের সম্পাদক সুজিত চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চেম্বার অফ কমার্সের সম্পাদক সুজিত চক্রবর্তী জানান এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দুদেশের মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় হবে এবং ত্রিপুরার মাধ্যমে বাংলাদেশের যে বানিজ্যিক দিক রয়েছে তা প্রসারিত হবে বলে আশা ব্যাক্ত করেন।