Site icon janatar kalam

ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির আন্দোলনকে প্রত্যাখ্যানের দাবি ত্রিপুরা টেট টিচার অ্যাসোসিয়েশনের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন টেট টিচার সংগঠনের এক শিক্ষক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন গত পরশু ১৪-১২-2021 রোজ মঙ্গলবার রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এক সম্মেলনে টেট শিক্ষকদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামকে সম্মান জানিয়ে আর অল্প দিনের মধ্যেই বিশেষ কিছু ঘোষণা করতে চলেছেন । এই ব্যাপারে ফাইল ইতিমধ্যে অর্থদত্তরে পাঠানো হয়েছে । তার জন্য অ্যাসোসিয়েশন রাজ্য শিক্ষামন্ত্রী এবং রাজ্য সরকারকে সর্বতোভাবে স্বাগত জানায় ও তার দ্রুত বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন বলে জানান। তার পাশাপাশি শিক্ষক কর্মচারীদের অন্য একটি সংগঠন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি ( এইচ বি . রোড ) আগামী ১৯ শে ডিসেম্বর , আগরতলা সিটি সেন্টারের সামনে ১০ দফা দাবিতে গণ অবস্থানের আহ্বান করেছেন তা আমরা ‘ ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে এই ধরনের ঘৃণা , নিম্ন করি মানসিকতার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি । সঙ্গে সঙ্গে রাজ্যের সমস্ত অংশের টেট শিক্ষকদের এই কর্মসূচির বিরোধিতা করে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করার অনুরোধ জানান।

Exit mobile version