জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ থেকে শুরু হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে দ্বাদশ শ্রেণীর এর টার্ম ১ পরীক্ষা।কোভিডের সমস্ত নিয়ম মেনে এই পরীক্ষা হবে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক।বেলা ১২টা থেকে শুরু হয়েছে পরীক্ষা। দুপুর ১২ টা থেকে ১ ঘন্টা ৪৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে এবং এই পরীক্ষা আগামী ৭ জানুয়ারি শেষ হবে। এই দিন আগরতলার তুলসী বতী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ছাত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিয়েছে এবং ৪০ নম্বরের পরীক্ষা হবে, কিন্তু প্রশ্নপত্র কিরকম হবে সেই দিকে তাকিয়ে রয়েছে।কোভিড পরিস্তিতির পর এই বারই প্রথম এম সি কিউ সিট এর মাধ্যমে পরীক্ষা হবে। পরীক্ষা নিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ও দেখা যায় উচ্ছ্বাস।