Site icon janatar kalam

বাবা বিশ্বনাথ সবার, মা গঙ্গা সবার- নরেন্দ্র মোদি

জনতার কলম প্রতিনিধিঃ- নতুনরূপে সেজে উঠেছে কাশী বিশ্বনাথ মন্দির। আজ কাশী বিশ্বনাথ করিডর ও মন্দির কমপ্লেক্সে প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন দেশবাসীর শান্তি ও সুস্বাস্থ্যের কামনায় মন্দিরে যজ্ঞের আয়োজন করেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন এক নতুন ইতিহাসের রচনা হল, আমার সৌভাগ্য আমি সেই তিথির সাক্ষী থাকতে পারছি। যেসব মন্দির লুপ্ত হয়ে গিয়েছিল, সেগুলিরও নতুন করে তৈরি করা হয়েছে। এখানে এলে অতীতের গৌরব অনুভব করা যাবে। বাবা বিশ্বনাথ সবার, মা গঙ্গা সবার। এখানে সবাই আসতে চাইতেন, কিন্তু রাস্তা সংকীর্ণ ছিল। এখন সোজা গঙ্গার ঘাট থেকে মন্দিরে আসা অনেক সহজ হবে। ৩ হাজার বর্গফুটের করিডর এখন ৫ লক্ষ বর্গফুটের করা হয়েছে। এখন মন্দির পরিসরে প্রায় ৭০ হাজার পুণ্যার্থী আসতে পারবেন’, বলে জানান তিনি।

Exit mobile version