জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ‘দিব্য কাশী, ভব্য কাশী’ এই মূল মন্ত্রকে সামনে রেখে দেশের ও রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের দ্বারা বিশেষ কর্মসূচি পালন করা হচ্ছ তারই অঙ্গ হিসেবে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীর দ্বারা ভারতবর্ষের সাংস্কৃতিক নগরী কাশীতে বাবা বিশ্বনাথ মন্দিরের পুনঃনির্মাণ ও লোকার্পণের মহাপর্ব উপলক্ষে
আজ রামনগর মন্ডলের উদ্যোগে শিব শনি কালী মন্দির প্রাঙ্গণে স্বচ্ছ ভারত কর্মসূচি অনুষ্ঠিত হয়
উপস্থিত ছিলেন মাননীয় প্রদেশ সভাপতি ড: মানিক সাহা মহোদয়, পুরনিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী সুরজিৎ দত্ত মহোদয় সহ অন্যান্য পদাধিকারীগণ।