জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- পৌর নিগমের নির্বাচনের আগে এলাকার জনগণকে যে রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণে বদ্ধপরিকর ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর লতা নাথ। শনিবার আগরতলার শ্যামলী বাজার এলাকায় গলি গলি পরিদর্শনে গেলেন এসসি মোর্চা সভাপতি টোটন দাস ও ৫ নং ওয়ার্ড এলাকার কাউন্সিলর সহ ড্রেন নির্মাণের সিভিল ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসসি মোর্চা সভাপতি টোটন দাস জানান বিগত অনেক বছর যাবত ধরে এলাকার ড্রেনে হাত দেওয়া হয়নি তাই ড্রেন গুলোর অবস্থা খুবই খারাপ তাই এগুলো কে সঠিক ভাবে নির্মাণ করার জন্য পৌরনিগমের কাছে আবেদন করবেন বলে জানান এস সি মোর্চার সভাপতি টোটন দাস।