জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সম্প্রতি হেলিকপ্টার দূর্ঘটনায় মারা যান সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। পূর্ন সামরিক মর্যাদায় ওনার শেষকৃত্য সম্পন্ন হল। শেষ শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীসভার সকল সদস্যরা। এই মহান সৈনিকের প্রতি শ্রদ্ধা জানাতে আজ রামনগর বিধানসভার অন্তর্গত বিভিন্ন স্থানে ৭ রামনগর যুবমোর্চা সভাপতি শ্রী অমিতাভ ভট্টাচার্য নেতৃত্বে কাউন্সিলর অভিষেক দত্তের উপস্থিতিতে বির সেনানীদের ও সিডিএস বিপিন রাওয়াত জি কে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়। এদিন কাউন্সিলর অভিষেক দত্ত বলেন ওনার মৃত্যুতে দেশের অফুরন্ত ক্ষতি হয়েছে বলে। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।