Site icon janatar kalam

“গাঁজার সাম্রাজ্য” ধ্বংস করতে ময়দানে সোনাচরণ

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :-

“জঙ্গলে গাঁজা মাফিয়া
ময়দানে সোনাচরণ জমাতিয়া”—

পর্দার আড়ালে থাকা গাঁজা মাফিয়া কর্তৃক “গাঁজার সাম্রাজ্যে পরিণত” সবুজ শহর তেলিয়ামুড়া । আর এই “গাঁজার সাম্রাজ্য” ধ্বংস করতে ময়দানে সোনাচরণ । তিন বার, পর পর তিন তিন বার, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে নেমে বিস্তীর্ণ এলাকাজুড়ে গজিয়ে ওঠা গাঁজা বাগান ধ্বংস করে চলেছে মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা । উল্লেখ্য, আজ শুক্রবার মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানাধীন করবংপাড়া এলাকার গভীর জঙ্গলে গাঁজা বিরোধী অভিযান চালায় । এই অভিযানে মোট ৩ টি টিলাভূমিতে ২ কানি বিস্তীর্ণ এলাকাজুড়ে গজিয়ে ওঠা প্রায় ৬ হাজারেরও বেশি গাঁজা গাছ কেটে ধ্বংস করে ভস্মীভূত করে দেয় খাকি উর্দি । যার বাজার মূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকার উপর হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে । ঘটনার বিবরণে জানা যায়, আজ প্রাতঃভোরে মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়ার কাছে গোপন সূত্র মারফত একটি খবর আসে তেলিয়ামুড়া থানাধীন লেম্বুছড়া এলাকার করবংপাড়ার গভীর জঙ্গলের টিলাভূমিতে বিস্তীর্ণ এলাকা জুড়ে ৩ টি জায়গায় গাঁজার অবাধ বিচরণ হচ্ছে । আর সেই খবরের ভিত্তিতেই, মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ ও “TSR” বাহিনী গভীর জঙ্গলের টিলাভূমিতে দফায় দফায় হানাদারি চালায় । আজকের এই অভিযানে ছিলেন তেলিয়ামুড়া থানার OC নাড়ু গোপাল দেব, INSPECTOR বিদ্দেশ্বর সিংহ, SUB-INSPECTOR জয়ন্ত হালদার সহ TSR বাহিনী । আর তাতেই আসে ব্যাপক সাফল্য । অভিযানে উদ্ধার হয় ৩ টি বিস্তীর্ণ এলাকাজুড়ে ২ কানি জমিতে গজিয়ে ওঠা গাঁজা বাগানের সাম্রাজ্য । সঙ্গে সঙ্গেই আরক্ষা বাহিনী গাঁজা গাছ কেটে বাগান ধ্বংস করে দেয় । জানা গেছে, ৩ টি জায়গায় মোট ৬ হাজারেরও বেশি গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয় । যার বাজার মূল্য রয়েছে ২০ লক্ষাধিক টাকা । যদিও এখনো পর্যন্ত তেমন কোন কিছুই জানা যায় নি যে এই বিস্তীর্ণ এলাকাজুড়ে গজিয়ে ওঠা গাঁজা গাছের চাষের সঙ্গে কে বা কারা উতপ্রোতভাবে জড়িত রয়েছে । তবে প্রাথমিকভাবে জানা যায় মূল পান্ডা’কে আটক করার জন্য তদন্ত চলছে । এই দিকে মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া জানান— “মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্বপ্ন ‘নেশামুক্ত ত্রিপুরা’ গড়তে ও বর্তমানে নেশার তীব্র কবল থেকে বর্তমান যুব সমাজকে রক্ষা করতে ও সুস্থ সমাজ ও মন গঠনে পুলিশের এই নেশা-গাঁজা বিরোধী অভিযান আগামী দিনেও জারি থাকবে” । তবে এইদিকে পর পর ৩/৩ বার তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়ার এই গাঁজা-বিরোধী অভিযানের ব্যাপক সাফল্যে খুশির বাতাবরণ বইছে গোটা তেলিয়ামুড়া মহকুমার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন ও তথ্যবিজ্ঞ মহল জুড়ে ।।

Exit mobile version