জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধিঃ- তেলিয়ামুড়া পৌর পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা ক্ষেত্র তথা তেলিয়ামুড়া টাউন হল প্রাঙ্গণে বৃহস্পতিবার। এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায় । এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক, খোয়াই জেলা পরিষদের সহ-সভাপতি হরি শংকর পাল সহ তেলিয়ামুড়া মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, বিশিষ্ট সমাজসেবক রঞ্জিত সূত্রধর সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এ দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এদিনের অনুষ্ঠানে তেলিয়ামুড়া পৌর পরিষদের ১৫ টি ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য সদস্যাদের শপথ বাক্য পাঠ করান মহকুমা শাসক তথা মোহাম্মদ সাজ্জাদ পি। এদিন এ শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন তেলিয়ামুড়া পৌর পরিষদের নবনির্বাচিত সদস্য তথা চেয়ারম্যান রূপক সরকার,নব নির্বাচিত সদস্য তথা সহ পৌরপিতা মধুসূদন রায় সহ প্রাক্তন পৌর পিতা নিতিশ কুমার সাহা। এ দিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায় বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে নব নির্বাচিত সদস্য সদস্যরা যেন নিষ্ঠা ভাবে কাজ করেন তেলিয়ামুড়া পৌরবাসীর স্বার্থে।