জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার আগরতলার রবীন্দ্র ভবনের হল ঘড়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ আগরতলায় ট্র্যাডিশনাল পাবলিক লাইব্রেরিগুলোকে ডিজিটাল লাইব্রেরিতে ত্রিপুরায় রূপান্তর বিষয়ক দুইদিনের সেমিনারের উদ্বোধন করেন। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এিপুরা বিশ্যবিদ্যালয়ের প্রাক্তন ভাইস চেঞ্চেলার অরুনোদয় সাহাসহ অন্যানরা। এই দিন অনুষ্ঠান প্রদীপ প্রজ্জ্বলন করে দুই দিনের সেমিনারের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। দুই দিন সেমিনারে অংশগ্রহণ করেছে যারা তাদেরকে বলেন বই নিয়ে অগ্রহ আরো বাড়াতে হবে তার পাশাপাশি লাইব্রেরিতে আরো বেশি করে অনুরাগি করতে হবে কারন এই লাইব্রেরি থেকে পড়ে অনেক ছাএ ছাএী ভালো ভালো জায়গায় চাকুরী করছেন তাই বীরচন্দ্র লাইব্রেরিতে ছাএ ছাএী দের কে অনুরাগী করতে পারলেই রাজ্য সরকারের আসল উদ্দেশ্য এক এিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব হবে বলে জানান তিনি।