Site icon janatar kalam

ডেঙ্গু ঠেকাতে ড্রেনের জলে ছাড়া হল মাছ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্য বেড়ে চলছে ডেঙ্গুর আক্রমণ। তার অঙ্গ হিসেবে আজ জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এর পক্ষ থেকে রামনগরে ড্রেনের জল গুলিতে মাছ ছাড়া হল সেই মাছ গুলি ডেঙ্গু মশা ও বিভিন্ন মশার যে লাভা গুলি আছে সেগুলিকে খেয়ে ফেলে। এবং পাশাপাশি পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দেবাশীষ দাস জানিয়েছেন সারা রাজ্যের সঙ্গে আগরতলাতে ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাচ্ছে এতে রাজ্যবাসীকে সতর্ক থাকতে হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নিগমের ভাবি মেয়র দীপক মজুমদার সহ স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা।এই দিন ভাবি মেয়র দীপক মজুমদার সংবাদমাধ্যমের মুখোমুখি হয় বলেন পশ্চিম জেলাতে ডেঙ্গু সংক্রমণ যাতে না বাড়তে পারে তার জন্য রাজ্য সরকার ও প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে এবং পৌর নিগমের সহ অন্যান্য এলাকাতেও এ ধরনের কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

Exit mobile version