জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের জনজাতী অংশের মানুষদের দীর্ঘদিনের স্বপ্ন পূরন হল আজ। মঙ্গলবার রাজধানীর মেলারমাঠ এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ৭কোটি টাকা ব্যায়ে নির্মিত উপজাতী রেস্ট হাউজের। এদিন উপজাতী রেস্ট হাউজের উদ্বোধন করেন রাজ্যের উপজাতি কল্যান দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। এদিন মন্ত্রী সংবাদমাধ্যমকে জানান এটি রাজ্যের জনজাতি অংশের মানুষদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এবং এই স্বপ্ন পূরনে তিনি খুশী বলে জানান, তাছাড়া এই স্বপ্ন বাস্তবায়নে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবদান এবং উপজাতি কল্যান দপ্তরের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেন। তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে জাতি উপজাতি অংশের মানুষদের জন্য পরিশ্রম করে যাচ্ছেন এটাই তারই বাস্তবায়ন বলে জানান তিনি।