জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- স্বাধীনতা আন্দোলনের পর জাতীয় কংগ্রেস দল সারা ভারতবর্ষব্যাপী সরকার গঠন করে শাসন করেছিলেন, কিন্তু বর্তমানে কেন্দ্রে তার দেখা মিললেও রাজ্যে কংগ্রেস দলের ভরাডুবি। পুরনিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দল ধরাশায়ী হবার পর তাদের নেতৃত্বদের খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না, শেষ পর্যন্ত মঙ্গলবার আগরতলার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করেন রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরজিত সিনহা, উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃত্বরা। এদিন সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিড সিনহা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের সাথে তৃণমূল কংগ্রেস দলের মিল রয়েছে সেরকম ভাবে বক্তব্য রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করান। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে ও কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা। সাংবাদিক সম্মেলনে রাজ্যের কংগ্রেস দলের বর্তমান অবস্থা নিয়ে ভাবনা চিন্তা না করে কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের দিকে তোপ দাগেন, তাতে করে রাজ্য কংগ্রেস দলের কি লাভ হচ্ছে সেটাই প্রশ্ন রাজনৈতিক মহলের।