জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিজেপি নেতা দীপক মজুমদার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এএমসি) মেয়র হিসাবে 9 ডিসেম্বর শপথ নেবেন। দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক বিনোদ সোনকর, রাজ্য সভাপতি মানিক সাহা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এবং অন্যান্যদের উপস্থিতিতে ক্ষমতাসীন বিজেপির রাজ্য কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (টিআরটিসি) চেয়ারম্যান দীপক মজুমদার এএমসির 16 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
25 নভেম্বর ভোটে যাওয়া 14টি শহুরে সংস্থার 222টি আসনের মধ্যে, 217টিতে বিজেপি বিজয়ী হয়েছিল৷ ত্রিপুরার মোট 324টি পৌরসভা আসনের মধ্যে, বিজেপি 20টি শহুরে স্থানীয় সংস্থা জুড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 112টি আসন জিতেছিল৷ 51 সদস্যের AMC-এর কোনও ওয়ার্ড থেকে কোনও বিরোধী প্রার্থীই জিততে পারেনি এবার, যার সবকটিই বিজেপিতে গিয়েছে৷ 2018 সালে উত্তর-পূর্ব রাজ্যে ক্ষমতায় আসার পরে বিজেপি তার প্রথম নাগরিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।