Site icon janatar kalam

রাজ্যভিত্তিক কলা উৎসব অনুষ্ঠিত হল আজ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে রাজ্য ভিত্তিক কলা উৎসবের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার এডুকেশন এর কাউন্সিলের চেয়ারপারসন অরুণোদয় সাহা,আই এ এস শ্রীমতি চাদনী চন্দ্রন। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্য অতিথিরা। দুই দিনব্যাপী এই কলা উৎসব মঙ্গলবার শেষ হবে এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ উনার বক্তব্য তুলে ধরেন রাজ্যের ১৪৪ টি বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকটি জেলার বিদ্যালয় স্তর থেকে প্রতিযোগিতা করে রাজ্যস্তরে এসে পৌঁছেছেন এরমধ্যে ৯ জন ছাত্র ও ৯ জন ছাত্রী,তার পর প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় স্তরে অংশগ্রহণ করবেন। জেলা ভিত্তিক প্রতিযোগিতাগুলো হয়েছিল অফলাইনের মাধ্যমে বলে উনার বক্তব্য তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে বিগত বছরের জাতীয় স্তরে পুরস্কার পেয়েছিল তাদের তিনজনকে পুরস্কারে সংবর্ধনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রীসহ অন্যান্য অতিথিরা।

Exit mobile version