জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার মধুপুর থানাধীন কোনাবন GCS ONGC তে কর্মরত এক TSR জওয়ানের গুলিতে নিহত হয় তারই সহ কর্মী আরও দুই TSR জওয়ান। ঘটনার অভিযুক্ত TSR জওয়ান সুকান্ত দাসকে জিজ্ঞাসাবাদ করতে শনিবার বিশালগড় থানায় আসেন রাজ্য পুলিশের মহানির্দেশক ভি. এস যাদব সহ এক প্রতিনিধি দল। রাত ১১ টা পর্যন্ত বিশালগড় থানায় TSR এবং রাজ্য পুলিশের উচ্চস্তরের আধিকারিকদের নিয়ে জিজ্ঞাসাবাদ ও বৈঠক চলে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক ভি. এস যাদব, I.G.P জি.এস রাও, D.I.G সৌমিত্র ধর, সিপাহীজলা জেলা পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক তাপস কান্তি পাল সহ অন্যান্যরা। রাজ্য পুলিশের মহা নির্দেশক ভি. এস যাদব জানায়, ছুটি সংক্রান্ত বিষয় নিয়ে মার্কা সিং জমাতিয়া এবং কিরণ জমাতিয়াকে নিজের সার্ভিস রিভলবার দিয়ে গুলি করে হত্যা করে TSR জওয়ান সুকান্ত দাস। ঘটনার পর দৌড়ে গিয়ে অস্ত্র সহ মধুপুর থানায় আত্ম সমর্পন করে অভিযুক্ত TSR জওয়ান সুকান্ত দাস। তাকে গ্রেফতার করে বিশালগড় থানার কাস্টাডিতে পাঠায় মধুপুর থানার পুলিশ। শনিবার রাতে অভিযুক্ত TSR জওয়ানকে জিজ্ঞাসাবাদ করতেই বিশালগড় থানায় আসেন তিনি সহ উচ্চ পদস্থ আধিকারিকদের এই প্রতিনিধি দল। তাছাড়া আগামী দিনে এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন আর ঘটে তার জন্য প্রয়োজনীয় সমস্ত প্রকার ব্যবস্থা গ্রহন করবে রাজ্য পুলিশ বলে জানায় শ্রী যাদব। উল্লেখ্য, TSR এর উচ্চ পদস্থ আধিকারিকদের দ্বারা নিম্ন স্থরের কর্মীদের সর্বদায় শোষণের অভিযোগ রয়েছে। আধিকারিকদের বাড়ির ব্যাক্তি গত কাজ থেকে শুরু করে নিত্যদিনের বাজার পর্যন্ত নিম্ন স্তরের কর্মীদের দিয়ে করানোর অভিযোগ উঠে এসেছে বার বার। শনিবার কোনাবন GCS এর ঘটনার পেছনে কি শুধু মাত্র ছুটি সংক্রান্ত ব্যাপারই দায়ী নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, প্রশ্ন সচেতন মহলের?