Site icon janatar kalam

যথাযথ মর্যাদায় দিব্যাঙ্গ দিবস পালন অমরপুরে

জনতার কলম ত্রিপুরা অমরপুর প্রতিনিধিঃ- আজকের এই দিনে অসম্ভব বলতে কিছুই নেই। মানুষ আজ চাদে পাড়ি দিচ্ছে যা আদি যুগের মানুষরা কল্পনাই করতে পারতো না। ইচ্ছাশক্তি থাকলে সবই পারা যায়। বলা বাহুল্য যে আজকের এই ডটকমের যুগে বদলেছে অনেক কিছু তার পাশাপাশি শিক্ষাব্যবস্থা এবং তার পরিকাঠামোও। যে সকল মানুষের সবকিছুই রয়েছে সে সমাজে প্রতিষ্ঠিত অক্ষম, কিন্তু দেখা যাচ্ছে যার সবকিছু অক্ষত না থেকেও সে সমাজের প্রতিষ্ঠিত ব্যাক্তি হিসেবে পরিচিতি লাভ করছে। তাছাড়া আজকের দিনে দিব্যাঙ্গরা সাধারন ছেলেমেয়েদের সাথে টেক্কা দিয়ে এগিয়ে আসছে খেলাধুলা, পড়াশুনা সবদিক দিয়ে। আজকের এই দিনে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রসংঘ দিনটিকে দিব্যাঙ্গ দিবস হিসাবে ঘোষনা দেন, তারই পরিপ্রেক্ষিতে আজ গোমতী জেলা ভিত্তিক আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উদযাপন করা হয় অমরপুর মহকুমার অন্তর্গত থাকছড়া এসবি স্কুলে। শনিবার এই দিবসে উপস্থিত ছিলেন মহকুমা বিধায়ক সহ মহাকুমা বিদ্যালয় পরিদর্শক এবং অন্যান্য অতিথিবর্গরা। তাছাড়া এই দিবসে কেন্দ্র করে দিব্যাঙ্গ দের মধ্যে অনুষ্ঠিত হয় বিভিন্ন খেলাধুলা। এইদিন অমরপুর করবুক ও অম্পি থেকে প্রায় 61 জন দিব্যাঙ্গ ছেলেমেয়ে অংশগ্রহণ করেন এবং নিজেদের প্রতিভার ছাপ রাখেন।

Exit mobile version