জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত ২৪ নং ওয়ার্ডের প্রার্থী সুখময় সাহার জয়ের খুশীতে, বুধবার ২৪ নং ওয়ার্ড এলাকায় প্রার্থীকে নিয়ে সুবিশাল পদযাত্রার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক কিশোর বর্মন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কাউন্সিলার সুখময় সাহা বলেন দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে যেভাবে উন্নয়নের ধারা চলছে সেই দিকে লক্ষ রেখে রাজ্যের মানুষ বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করেছেন বলে। তাছাড়া উনার প্রধান কাজ এলাকার মানুষের উন্নতিসাধন করা এবং এলাকার মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধিই প্রধান লক্ষ হবে জানান তিনি। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।