janatar kalam Home রাজ্য বিভিন্ন সমস্যায় জর্জরিত তেলিয়ামুড়া মহাকুমার কৃষ্ণমণি রিয়াং চৌধুরীর পাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়
রাজ্য

বিভিন্ন সমস্যায় জর্জরিত তেলিয়ামুড়া মহাকুমার কৃষ্ণমণি রিয়াং চৌধুরীর পাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধিঃ- আর্থিকভাবে দুর্বল তাই স্কুলপড়ুয়া ছেলে মেয়ের স্কুলের পোশাক টুকু কিনে নিতে পারেনি। ফলে স্কুল পোশাক ছাড়াই প্রতিনিয়ত স্কুলে আসা-যাওয়া করছে ছাত্রছাত্রীরা। এমন কি দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত কৃষ্ণমণি রিয়াং চৌধুরীর পাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়টি। এই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এই বিদ্যালয়টিতে রয়েছে পানীয় জলের সমস্যা। বিদ্যালয়ে কোমলমতি ছাত্র ছাত্রীরা পঠন-পাঠন করার জন্য বিদ্যালয়মুখী হয়, কিন্তু সেখানে এসে বিশুদ্ধ পানীয় জল তাদের কপালে জোটে না। অসহায় কোমলমতি ছাত্র ছাত্রীরা ছড়া কিংবা নালা সহ পাথর চোষা অপরিশোধিত জল পান করেই নিজেদের তৃষ্ণা নিবারণ করে আসছে। তাছাড়া এই নিম্ন বুনিয়াদী বিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রীদের জন্য পোশাক তৈরির টাকা প্রদান না করায় ছাত্র-ছাত্রীরা স্কুল পোশাক ছাড়াই প্রতিনিয়ত বিদ্যালয়মুখী হতে হচ্ছে। ফলে ছাত্রছাত্রীরা বর্তমানে বিদ্যালয়। পঠন-পাঠন করতে এসে বেগ পেতে হচ্ছে। এদিকে আরো অভিযোগ স্কুলের শৌচালয় এর ব্যবস্থা না থাকায় প্রাকৃতিক কাজকর্ম করতে হচ্ছে জঙ্গলের মধ্যে।বারবার স্কুলে বিভিন্ন সমস্যার কথা মুঙ্গিয়াকামি বিদ্যালয় পরিদর্শক এর কাছে জানিয়েও কাজের কাজ কিছু না হওয়াতে সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। এখন দেখার বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্কুল এর দুরবস্থা দূরীকরণে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন।

Exit mobile version